perm_phone_msgUNDER ATTACK?

Top Categories

Spotlight

Brahmins caste

today20 May, 2022

Sanaton + Others Aditta Chakraborty

ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই ব্রাহ্মণ হয়, কর্মসূত্রে ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণ বিদ্বেষগণ

বর্ণাশ্রম (ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র) জন্মগতই তার সর্ব প্রকার শাস্ত্র প্রমাণ । শ্রুতি প্রমাণ – কৃষ্ণ যজুর্বেদীয় আপস্তম্ভ ধর্ম সূত্র ( ৪,৫,৬) চত্বারো বর্ণা ব্রাহ্মণক্ষত্রিয়বৈশ্যশুদ্র: ( ৪) তেষাং পূর্ব: পূর্বী জন্মত: শ্রেয়ান্ ( ৫) অশুদ্রাণামদুষ্টকর্মণামূপায়নং বেদাধ্যয়নমগ্নয়াধেয়ং ফল বন্তি চ কর্মাণী (৬) অর্থ – বর্ণ চারটি ব্রাহ্মণ , ক্ষত্রিয় , বৈশ্য [...]


ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই ব্রাহ্মণ হয়, কর্মসূত্রে ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণ বিদ্বেষগণ

Sanaton + Others Aditta Chakraborty today20 May, 2022 25

Background
share close

বর্ণাশ্রম (ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র) জন্মগতই তার সর্ব প্রকার শাস্ত্র প্রমাণ ।

শ্রুতি প্রমাণ –

কৃষ্ণ যজুর্বেদীয় আপস্তম্ভ ধর্ম সূত্র ( ৪,৫,৬)

চত্বারো বর্ণা ব্রাহ্মণক্ষত্রিয়বৈশ্যশুদ্র: ( ৪)
তেষাং পূর্ব: পূর্বী জন্মত: শ্রেয়ান্ ( ৫)
অশুদ্রাণামদুষ্টকর্মণামূপায়নং বেদাধ্যয়নমগ্নয়াধেয়ং ফল বন্তি চ কর্মাণী (৬)

অর্থ – বর্ণ চারটি ব্রাহ্মণ , ক্ষত্রিয় , বৈশ্য , শুদ্র ।(৪)
এর মধ্যে পূর্ববর্তী শ্রেণী পরবর্তী শ্রেণী অপেক্ষা জন্মগতই শ্রেয় । (৫)
যারা #শুদ্র_নয় এবং দুষ্ট ( দুষ্কৃতিকারী ) প্রবৃত্তির নয় তাদের #উপনয়ন হবে , বেদঅধ্যয়ন করতে পারবে , অগ্নিহোত্রাদি করতে পারবে , এবং তাদের এই কর্ম ফলপ্রসূ হবে । (৬)

ঋগ্বেদ সংহিতা (১০ম মন্ডল , ৯০ সুক্ত , চার বেদ সংহিতায় ই পুরুষ সুক্তের মধ্যে আছে )

ব্রাহ্মণোঽস্য মুখমাসীদ্ বাহূ রাজন্যঃ কৃতঃ।

ঊরূ তদস্য যদ্ বৈশ্যঃ পদ্ভ্যাং শূদ্ৰো অজায়ত ॥১২॥

পদব্যাখ্যা—ব্রাহ্মণ: (ব্রাহ্মণ) অস্য (ইহার) মুখম্‌ (মুখ) আসীৎ (হইয়াছিল), রাজন্য: (ক্ষত্রিয়গণ) বাহ্ (ভুজযুগল ) কৃত: (হইয়াছিল)। তং (তৎকালে) অস্য (ইহার) যদ্ ঊরু ( যে ঊরুদ্বয় ) [ তাহা ] বৈশ্য: (বৈশ্য ) [ হইয়াছিল ] ; শূদ্রঃ ( শুভ্র ) পস্ত্যাং ( পাদদ্বয় হইতে) অজায়ত (উৎপন্ন হইয়াছিল)।

অনুবাদ—[ পূর্ব্বোক্ত ব্রহ্মবাদিগণের প্রশ্নের উত্তরে বলা হইতেছে,—] ব্রাহ্মণ এই বিরাট্ পুরুষের মুখ হইতে, ক্ষত্রিয়গণ ইঁহার বাহুদ্বয় হইতে, বৈশ্য ইঁহার উরুদ্বয় হইতে এবং শূদ্র উহার পাদযুগল হইতে উৎপন্ন হইয়াছিল। ]

সামবেদিয় ছান্দগ্য উপনিষদ (৫/১০/০৭)

তস্ য ইহ রমণীয়চরণা অভ্যাশে৷ হ যত্তে রমণীয়াং যোনি মাপয়েন্ ৰাহ্মণযোনিং বা ক্ষত্রিয়যোনিং বা বৈশ্যষোনিং বাহ য ইহ কপূয়চরণা অভ্যাশো হ যত্তেকপূয়াং যোনিমাপড়েরঞ স্বষোনিং বা সূকয়যোনিং বা চণ্ডালযোনিং বা ॥ ৭

অর্থ – তাঁহাদের মধ্যে যাঁহাদের ইহলোকে অর্জিত (ও চন্দ্রলোকপ্রাপ্তির পূর্বে অভুক্ত) শুভ কর্মফল (অবশিষ্ট) আছে, তাঁহারা ব্রাহ্মণযোনিতে বা ক্ষত্রিয়যোনিতে বা বৈশ্যযোনিতে অতিশীঘ্র জন্মলাভ করেন। আবার যাহাদের ইহলোকে অর্জিত অশুভ কর্মফল (অবশিষ্ট) আছে, তাহারা কুকুরযোনিতে বা শূকরযোনিতে বা চণ্ডালযোনিতে অতিশীঘ্র জন্মলাভ করেন। ৭

স্মৃতি প্রমাণ

অত্রি সংহিতা ১৪০ তম শ্লোক

জন্মনা ব্রাহ্মণো জ্ঞেয়ঃ সংস্কারৈদ্বিজ উচ্যতে। বিদ্যয়া যাতি বিপ্ৰত্বং শ্রোত্রিয়স্ত্রিভিরেব চ॥ ১৪০

অর্থ – ব্রাহ্মণবংশে জন্ম হইলে ব্রাহ্মণ হয় ; সংস্কার (উপনয়ন) হইলে উহাকে দ্বিজ বলা গিয়া থাকে ; বিদ্যা দ্বারা বিপ্রত্ব লাভ হয় এবং উক্ত জন্ম, সংস্কার ও বিদ্যা এইতিন দ্বারা “শ্রোত্রিয়” পদবাচ্য হয়।

হারিত সংহিতা – ১/১৫

ব্রাহ্মণ্যাং ব্রাহ্মণেনৈবমুৎপন্নো ব্রাহ্মণঃ স্মৃতঃ ।
তস্য ধর্ম্মং প্রবক্ষ্যামি তদ্‌যোগ্যং দেশমেব চ ॥ ১৫

অর্থ- আপনারা শ্রবণ করুন। ব্রাহ্মণী গর্ভে ব্রাহ্মণ-ঔরসে উৎপন্ন ব্যক্তিই ব্রাহ্মণ বলিয়া স্মৃত; সেই ব্রাহ্মণের ধর্ম্ম ও বাসযোগ্য দেশ আমি বর্ণনা করব ।

ইতিহাস শাস্ত্র

মহাভারত – অনুশাসন পর্ব ৩২/৫৯
শ্রী ভীষ্ম উবাচ –

জন্মনৈব মহাভাগো ব্রাহ্মণ নাম জায়তে।
নমস্যঃ সৰ্ব্বভূতানামতিথিঃ প্ৰসৃতাগ্ৰভুক্ ॥৫৯৷৷

অর্থ – ব্রাহ্মণবংশে জন্মদ্বারাই মহাভাগ্যধর ব্রাহ্মণ হয; সুতরাং তিনি সমস্ত প্রাণীর নমস্য এবং অতিথি হইয়া প্রস্তুত অন্নপ্রভৃতির অগ্রভাগ গ্রহণের যোগ্য হইয়া থাকেন ॥৫৯৷৷

পুরাণ শাস্ত্র

পদ্মপুরাণ সৃষ্টি খন্ড – ৪৬/১৩০

জন্মনা ব্রাহ্মণো জ্ঞেয়ঃ সংস্কারৈদ্বিজ উচ্যতে। বিদ্যয়া যাতি বিপ্ৰত্বং ত্রিভিঃ শ্রোত্রিয় লক্ষণম্ ॥ ১৩০

অর্থ- জন্মদ্বারা ব্রাহ্মণ, সংস্কারফলে দ্বিজ, বিদ্যা দ্বারা বিপ্র বলিয়া উক্ত হয়। এই ত্রিগুণ সমবায়ই শ্রোত্রিয়ের লক্ষণ জানিবে।

শিবপুরাণ – সনৎকুমার সংহিতা – ৫৫/১৩

ব্রাহ্মণস্ত্ত ভবেজ্জাত্যা সংস্কারাদ্বিজ উচ্যতে ।

অর্থ – জন্মই ব্রাহ্মণ সংজ্ঞার হেতু ; সংস্কার (উপনয়ন ) দ্বিজ সংজ্ঞার কারণ ।

ভাগবত মহাপুরাণ – ১০/৮৬/৫৩

শ্রী ভগবানুবাচ –

ব্রাহ্মণো জন্মনা শ্রেয়ান সর্বেষাং প্রাণিনামিহ। তপসা বিদ্যয়া তুষ্ট্যা কিমু মৎকলয়া যুতঃ।। ৫৩

অর্থ – হে শ্রুতদেব ! জগতে ব্রাহ্মণজন্মই প্রাণীদেহের শ্রেষ্ঠ জন্ম। আর তা যদি তপস্যা, বিদ্যা, সন্তোষ ও আমার উপাসনা—আমার ভক্তিতে যুক্ত থাকে তাহলে তো কিছু বলারই অপেক্ষা রাখে না৷৷ ৫৩ ৷৷

এছাড়াও রায়ন চক্রবর্তী দাদার নিচের ভিডিওগুলো দেখতে পারেন।

১) জন্ম অনুসারে ব্রাহ্মণ হয় কি? ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই কি ব্রাহ্মণ হয়?

২) চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ [चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः]

৩) জন্মনা জায়তে শূদ্রঃ—- ব্রহ্ম জানাতি ব্রাহ্মণঃ ||Janmana Jayate Shudra—Brahma Janati Brahmana||

৪) অব্রাহ্মণরা কি পুরোহিত হতে পারেন? ( Can Non-Brahmins Become Priest? ) বেদ-স্মৃতি-পুরাণে কি আছে?

 

Written by: Aditta Chakraborty

Tagged as: , , .

Rate it
Previous post
Anti Dayanand

today22 April, 2022

  • 25
close

Sanaton Protap Chakraborty

ঈশ্বরের প্রতিমা পূজা হইতে পারে কিনা? (পর্ব – ১)

সনাতন হিন্দু সমাজের সন্তানদিগের অবস্থা আজি বড়ই করুণ! আচার, শ্রদ্ধা, ভক্তি প্রভৃতি সকল বাতিলের খাতার সদস্যতো হইয়াছেই, তাহার সহিত সনাতন দেবদেবীগণের অস্তিত্ত্বও প্রায় বিলুপ্ত হইতে চলিয়াছে। আহা মরি! মরি! যে ...