
শিবের জপ, ধ্যান, প্রণাম, গায়ত্রী, মহামৃত্যুঞ্জয় সহ গুরুত্বপূর্ণ মন্ত্র সমূহ
মন্ত্রগুলো আলোচনা করার আগে ছোট একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। আপনি যদি ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে মন্ত্রের শুরুতে ওঁ উচ্চারণ [...]
today13 April, 2022
Sanaton + Lord Shiva Aditta Chakraborty
মন্ত্রগুলো আলোচনা করার আগে ছোট একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। আপনি যদি ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে মন্ত্রের শুরুতে ওঁ উচ্চারণ [...]
Sanaton + Lord Shiva Aditta Chakraborty today13 April, 2022 4177 4
মন্ত্রগুলো আলোচনা করার আগে ছোট একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। আপনি যদি ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে মন্ত্রের শুরুতে ওঁ উচ্চারণ করবেন। এছাড়া আপনি যদি ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র, স্ত্রী হয়ে থাকেন তাহলে ওঁ এর পরিবর্তে নমঃ উচ্চারণ করবেন। আর যেসব মন্ত্রে ওঁ নমঃ এই উভয় শব্দ রয়েছে সেসব মন্ত্রের ওঁ বাদ দিয়ে নমঃ থেকে উচ্চারণ করা শুরু করবেন।
ওঁ নমঃ শিবায় ॥
নমঃ শিবায় ॥
ষড়াক্ষর এবং পঞ্চাক্ষর মন্ত্রটি মূলত মোক্ষলাভ করার জন্য মন্ত্র। রুদ্রাক্ষ মালায় নিত্য জপ করলে মোক্ষলাভ হয়। রুদ্রাক্ষ মালাটি অবশ্যই শোধন করা হতে হবে।
ওঁ নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায় হেতবে
নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বরম্ ॥
সরলার্থঃ তিন কারণের (সৃষ্টি, স্থিতি ও বিনাশের) হেতু শান্ত শিবকে প্রণাম। হে পরমেশ্বর তুমিই পরমগতি। তোমার কাছে নিজেকে সমর্পণ করি।
তস্মৈ নমঃ পরমকারণ কারণায় দীপ্তোজ্জ্বলজ্জ্বলিত পিঙ্গললোচনায়
নাগেন্দ্রহাররকৃত কুন্ডলভূষণায় ব্রহ্মেন্দ্রবিষ্ণু বরদায় নমঃ শিবায় ॥
সরলার্থঃ যিনি কারণের পরম কারণ, যাঁর অতি উজ্জ্বল দেদীপ্যমান পিঙ্গল নয়ন, কুন্ডলীকৃত সর্পরাজের হার যাঁর কন্ঠভূষণ, ব্রহ্মা, বিষ্ণু এবং ইন্দ্রাদি দেবতাকে যিনি বর প্রদান করেন, সেই পরম শিবকে আমার প্রনাম।
ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ ॥
সরলার্থঃ যিনি তৎপুরুষ ব্রহ্ম, যিনি সব পুরীতে শয়ান থাকেন, তাঁকে জেনে মহাদেবকে ধন্যবাদ করি, সেই রুদ্র ভগবান আমার বুদ্ধিকে শিবতত্বে প্রেরণ করুন।
ওঁ নমো ভগবতে রুদ্রায় নমঃ ॥
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ ॥
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পতিবেদনম্।
উর্বারুকমিব বন্ধনাদিতো মুক্ষীয় মামুতঃ॥
গঙ্গাজলে শুদ্ধজলে চন্দন মিশ্রিত করে ঘণ্টা বাজাতে বাজাতে শিবলিঙ্গকে নিচের মন্ত্রে স্নান করাবেন –
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মুক্ষীয় মামৃতাৎ॥
ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ॥
প্রথমেই বলে রাখি সাধারণ ধ্যান মন্ত্র এবং বাণেশ্বর শিবের ধ্যান মন্ত্র দুটি আলাদা। যাদের বাড়িতে বা মন্দিরে বাণেশ্বর শিব প্রতিষ্ঠিত আছে তারা বাণেশ্বর শিবের ধ্যান মন্ত্রে ধ্যান করবে।
কূর্ম মুদ্রায় একটি ফুল নিয়ে শিবের ধ্যান করবেন। ফুলটি হাতের তালুতে থাকবে।
চিত্রঃ কূর্ম মুদ্রা
সাধারণ ধ্যানমন্ত্র
ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং
রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্॥
পদ্মাসীনং সমন্তাত্ স্তুতমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং।
বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্॥
বাণেশ্বর শিবের ধ্যান
ঐঁ প্রমত্তং শক্তিসংযুক্তং বাণাখ্যঞ্চ মহাপ্রভাং।
কামবাণান্বিতং দেবং সংসারদহনক্ষমম্॥
শৃঙ্গারাদি-রসোল্লাসং বাণাখ্যং পরমেশ্বরম্।
এবং ধ্যাত্বা বাণলিঙ্গং যজেত্তং পরমং শিবম্॥
Written by: Aditta Chakraborty
Tagged as: আদিত্য, Shiva, শিবের জপ মন্ত্র, শিবের প্রণাম মন্ত্র, শিবের গায়ত্রী মন্ত্র, aditta, মহামৃত্যঞ্জয় মন্ত্র, aditta chakraborty, স্নান মন্ত্র, Lord Shiva, শিবের ধ্যান মন্ত্র, আদিত্য চক্রবর্তী.
Sanaton Avijit Pratap Roy
পদ্ম পুরাণ উত্তর খন্ড ৭৭৫ তম অধ্যায় ২১-৩৬ নং শ্লোক। শ্রী নারায়ন বলেছেন ভাগবত গীতা আর কারো না বরং পরমেশ্বর শিবের দান। আরও মজার ব্যাপার হল ভাগবত গীতার প্রথম পাঁচ ...
Copyright 2022 Cyber Security Design Concept by Aditta Chakraborty.